মোট সতেরোটা প্রচীন পিরামিডের সন্ধান পেল মিসর। মাটির তলার সেইসব প্রাচীন পিরামিডগুলোর সঙ্গে আরও খবর মিলেছে বহু পুরাতাত্ত্বিক জিনিশপত্রের। স্বভাবতই, মিশরের পুরাতত্ত্ব বিভাগ আহ্লাদে আটখানা। সতেরোটা পিরামিড, তিন হাজারের বেশি পুরাতাত্ত্বিক বাড়ি-ঘর, অসংখ্য মিনার, প্রচুর প্রাচীন নিদর্শনের এই প্রায় রত্নভান্ডারের সন্ধান স্যাটেলাইট পেয়েছে মিসরের নীলনদের উপত্যকায়। কীভাবে এলো এই আশ্চর্য আবিষ্কার? এই গবেষণার দায়িত্বে যিনি ছিলেন, সেই ড. সারা পারকাক নাসার তরফে বলেছেন, এমন একটা আবিষ্কার অকল্পনীয়। দুই বছর ধরে আমরা সন্ধান চালিয়েছি। প্রথাগত পদ্ধতিতে পাওয়া গিয়েছিল মাত্র দুটি প্রাচীন পিরামিডের সন্ধান। তারপর আমরা ইনফ্রা রে ব্যবহার করলাম।
ইনফ্রা রে মাটির তলার ৭০০ মিটার পর্যন্ত অনায়াসে গিয়ে ছবি তুলে ফেলে। আর তাতেই কেল্লাফতে। ডা. সারা পরাকাক বলেছেন যেন ইতিহাস চোখের সামনে ফুটে উঠেছে। আর এই খবরে সত্যিই খুশি মিসরের পুরাতত্ত্ব বিভাগ। দপ্তর প্রধান জহি হাবাস সাংবাদিকদের সুখবর জানিয়ে বলেছেন, মিশরের পর্যটন আরও গতি পাবে এই নতুন আবিষ্কারের পর। এবার শুরু হবে এগুলোকে খুঁড়ে বের করার পালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন