সোমবার, ৫ মার্চ, ২০১২

অনলাইন জুয়ার বৈধতা দিচ্ছে ওবামা প্রশাসন।



ইন্টারনেটে পোকারসহ বিভিন্ন ধরনের বেটিং এবং অনলাইন জুয়া বৈধ করে আইন করার পক্ষে মার্কিন প্রশাসন। জানা গেছে, সরকারের রাজস্ব আয় বাড়াতেই অনলাইন জুয়ার বৈধতা দিচ্ছে মার্কিন সরকার।

১৯৬১ সালের ওয়্যার অ্যাক্ট অনুসারে অনলাইন জুয়ার বিষয়গুলি বৈধ ছিলো না। এখন সে আইন বাতিল করে নতুন আইনের পক্ষে ওবামা প্রশাসন। নতুন আইনে বলা হচ্ছে, ওয়্যার অ্যাক্ট কেবল খেলাধুলা বিষয়ক বেটিং এর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে লটারির টিকিট বিক্রি বা অনলাইন জুয়াতে কোন বাধা থাকবে না।

গ্লোবাল বেটিং অ্যান্ড গেমিং কনসালটেন্সি-এর তথ্যমতে, ২০১০ সালে বিশ্বব্যাপি অনলাইন জুয়ার বাণিজ্য বেড়েছে শতকরা ১২ ভাগ। আর চলতি বছরের মার্চের হিসেবে এটা ৩ হাজার কোটি ডলারের বেশি ব্যবসা করবে।’

বেটিং হাউজগুলো তাদের জন্য ওবামা সরকারের উপহার হিসেবেই দেখছেন এ সুযোগটাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন