শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬

মনিটরে কিছু না দেখা গেলে করণীয়।

প্রথমে জেনে নেওয়া যাক ঠিক কী কারণে মনিটরে কিছু দেখা যায় না। 


  • মনিটর বন্ধ থাকলে
  • কম্পিউটার Sleep মোডে থাকলে
  • ঠিক মত কানেকশন দেওয়া হয় নি
  • মনিটরকে সঠিকভাবে সেট করা হয় নি
  • হার্ডওয়্যার সমস্যা




এই সকল সমস্যার সমাধানঃ

  • মনিটর বন্ধ থাকলেঃ মনিটর যদি বন্ধ থাকে তাহলে আপনি কোন কিছু দেখতে পারবেন না। তাই দয়া করে মনিটর চালু আছে কি না সেটা খেয়াল করতে পারেন।
  • কম্পিউটার Sleep মোডে থাকলেঃ আপনার কম্পিউটার যদি স্লীপ মোডে থাকে তাহলে আপনি ডিসপ্লেতে কিছু দেখতে পারবেন না। তাই আপনাকে স্লীপ মোড থেকে নরমাল মোড এ নিয়ে জেতে হবে। তাহলে আপনি আপনার ডিসপ্লে দেখতে পারবেন। sleep মোড বদল করতে হলে আপনার কীবোর্ড এর যে কোন একটি বাটন প্রেস করতে পারেন অথবা মাউস এ ক্লিক করলেই হবে।
  • ঠিক মত কানেকশন দেওয়া হয় নিঃ আপনার কম্পিউটার এর মনিটর এবং পিসি এর সকল কানেকশন ঠিক আছে কি না তা দেখতে হবে। যদি মনিটর এর পাওয়ার কেব্‌ল এবং ডিসপ্লে কেব্‌ল যদি না দেওয়া থাকে আশাকরি সমস্যায় পরবেন। তাই এই সকল কিছু চেক করে দেখতে পারেন।যদি মনিটর পাওয়ার পায় তাহলে আপনি মনিটর চালু হতে দেখবেন। আর যদি ডিসপ্লে কেব্‌ল কানেক্ট না পাই তাহলে আপনি মনিটর এ ? চিহ্ন দেখতে পারবেন।
  • মনিটরকে সঠিকভাবে সেট করা হয় নিঃ আপনার মনিটর যদি সঠিকভাবে সেট না করা হয় ধরেন কালার সঠিকভাবে না দেওয়া থাকলে আপনি নাও দেখতে পারেন। যদি সম্পূর্ণ কালো কালার থাকে তাহলে সব কালো দেখা যাবে। তাই এই বিষয়ে ও খেয়াল করতে হবে।
  • হার্ডওয়্যার সমস্যাঃ এই সকল সমস্যার পরও যদি আপনার মনিটর না ঠিক হয় তাহলে বুঝতে পারবেন আপনার মনিটর এ হার্ডওয়্যার সমস্যা আছে। 
  • RAM এ সমস্যাঃ অনেক সময় RAM এ ধুলাবালি লেগেও মনিটরে কিছু দেখা না যেতে পারে। এ ক্ষেত্রে করণীয় হবে কেসিং খুলে RAM বের করে ভালো করে মুছে ব্রাশ দিয়ে হালকা ভাবে পরিষ্কার করে আবার RAM সেট করে PC রিস্টার্ট‍ করলে সমস্যা সমাধান হবে আশা করা যায়। এর পরও না হলে সার্ভি‍স সেন্টার এর সাথে যোগাযোগ করতে পারেন। 




আশা করা যায় উপরোক্ত পদ্ধতিতে কাজ হয়ে যাবে। আপনার নিজের সমস্যা নিজে সমাধান করার মাঝে যে তৃপ্তি পাবেন তা অন্য কোনভাবেও লাভ করতে পারবেন না।তাই নিজেই হয়ে উঠুন একজন দক্ষ কম্পিউটার প্রকৌশলী। 


আজ এ পর্য‍ন্তই। ধন্যবাদ সবাইকে।  










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন