বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

কম্পিউটারে কাট কপি এবং পেস্ট করুন দ্রুত।

 কম্পিউটারে কাট কপি এবং পেস্ট করার গতি বাড়িয়ে তুলুন।   

পিসি তথা পার্সোনাল কম্পিউটার এর ভূমিকা এখন আমাদের দৈনন্দিন কাজে অনস্বীকার্য।এর মাধ্যমে করা যায় না এরকম কোন কাজ নেই।কিন্তু যখন প্রয়োজনের সময় পিসির কপি/পেস্ট দুর্বল কিংবা মন্থর গতির হয়ে যায় তখন তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।কোন একটা ফাইল কপি পেস্ট করবেন কিন্তু তখন দেখা গেল আপনার পিসি ঘুমাচ্ছে,কচ্ছপের গতির মত হয়ে যাচ্ছে।ততক্ষনে আপনার গুরুত্বপূর্ন সময় কিন্তু চলে যাবে। সময় তো আপনার জন্যে বসে থাকবে না। 

এই সমস্যার সমাধানের জন্যে একটা সফটয়্যার রয়েছে। সেটি পিসিতে ইন্সটল করলে অতি দ্রুত পিসিতে কাট/কপি/পেস্ট করতে পারবেন আর সময়কে নিজের আয়ত্বের মধ্যে রাখতে পারবেন। 

এই খানে ক্লিক করে  সফটয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।     

(এটা ফ্রি ভার্স‍্ন সফটয়্যার। পেইড ভারর্স‍্ন এর জন্যে ডলার লাগবে। তবে ফ্রি ভার্স‍্ন দিয়েই কাজ চলবে।) 

ধন্যবাদ সবাইকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন