বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

নির্দিষ্ট সময়ে Auto বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটার।

নির্দিষ্ট সময়ে Auto বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটার।  


Computer চালু রেখেই অনেক সময় অন্য কাজে চলে যেতে হয়। কোন কাজ (আপলোড , ডাউনলোড) দেখা যায় আর মিনিট ৫ বা ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আবার এই মূহুর্তে‍ কম্পিউটারের সামনে থেকে উঠতে হবে। এমন অবস্থায় এই গুরুত্বপূর্ণ‍ কাজ শেষ না করে যাওয়া যাবে না। তখন উভয় দিক ঠিক রেখে কাজ করতে হয়। এমন উভয় সংকটের কথা বিবেচনা করে এমন একটি সফটওয়্যার সম্পর্কে‍  পরিচয় হওয়া দরকার আমাদের সবারই। এই সফটওয়্যার ইন্সটলের মাধ্যমে টাইমার সেট করে কম্পিউটার অটো শাটডাঊন করার ব্যবস্থা করা যায় আর এমন সংকট হতে রক্ষা পাওয়া সম্ভব বলে আশা করা যায়। নিচের লিংক হতে সফটওয়্যারটি ডাউনলোড করে PC তে ইন্সটল করে নিলেই সমাধান। সফটওয়্যার সাইজ মাত্র ২.১২ MB।















আজ এ পর্য‍ন্তই। ধন্যবাদ সবাইকে। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন