মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫

USB Disk Security.

ডাউনলোড করে নিন USB Disk Security  






usb disk security একটি অতি প্রয়োজনীয় সফটওয়্যার যা আপনার পিসিতে পেন ড্রাইভএর বিভিন্ন অটোরান ভাইরাস থেকে সহজেই মুক্তি দেয়। সাধারণত পেনড্রাইভ এর মাধ্যমেই ভাইরাসের ছড়াছড়ি হয়ে থাকে। তাই আপনার পিসিকে পেনড্রাইভের বিভিন্ন ভাইরাস থেকে মুক্তিদিতে এই টুলটি অসাধারণ কাজ করে থাকে। পেনড্রাইভ ঢুকানোর সাথে সাথেই এটি পেনড্রাইভটিকে অটোস্ক্যান করে নেয় এবং অটোমেটিকলি ভাইরাস ডিলেট করে দেয়।
তবে একথা ভাবা যাবে না যে তাহলেতো এন্টিভাইরাসের প্রয়োজন নাই। এন্টিভাইসের প্রয়োজন্য অবশ্যই আছে। তবে অনেক ধরনের ছোট ছোট ওয়ার্ম আছে যেগুলো অনেক সময় এন্টিভাইরাসও মিস করে থাকে। সেক্ষেত্রে বিশেষ করে অটোরানের ক্ষেত্রে এই সফটওয়্যারটি খুবই ভালো কাজ করে।
সফটওয়্যারটি ডাউনলোড করতে চাইলে এখানে যান।          




আজ এ পর্য‍্ন্তই। ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন