kbps (কিলো বিট প্রতি সেকেন্ডে) বনাম KBps (কিলো বাইট প্রতি সেকেন্ড), আপনার যত সন্দেহ! আজ দূর হবে আশা করি।
kbps এবং KBps বা KB/s এর মধ্যে অনেকের বিভ্রান্তি রয়েছে। এই ব্লগ পোস্টে তা দূর করার চেষ্টা করব । আমার সংগে থাকবেন আশা করি।
অধিকাংশ ব্রাউজার, ডাউনলোডার এবং FTP সহ অধিকাংশ সফটওয়ার KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) এর মাধ্যমে ডাটা স্থানান্তরের হার প্রদর্শন করে। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সফার গতি প্রতি সেকেন্ডে kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) সিস্টেমে গণনা করা হয় ।অর্থাৎ, ইন্টারনেট ব্যান্ডউইথ আসে kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) সিস্টেমে এবং ডাউনলোডের গতি প্রদর্শিত হয় KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড।
- kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) এবং KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) এর পার্থক্য বুঝতে না পেরে মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্তির শিকার হয়।
- 1kbps(কিলোবিট প্রতি সেকেন্ডে) কে আমরা যদি 1KBps 1kBps KB/s লেখি তাহলে আমরা ভুল করব।
- 1KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) কে আমরা 1KBps/ 1kBps KB/s লেখতে পারি।
আমরা যখন মোবাইল/ব্রডব্যান্ড/ওয়াইম্যাক্স অপারেটরদের থেকে ডাটা কিনি, তখন তারা প্রতিশ্রুতি দেয় এভাবে যে, আপনার সংযোগ 512kbps(কিলো বিট প্রতি সেকেন্ডে) এবং আপনার লিমিট 5 GB(গিগা বাইট) বা লিমিট নেই বা ফেয়ার ইউসেজ পলিসি থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু আপনি সংযোগ নেবার পর স্পিড দেখে বলবেন আই এস পি আপনাদের ঠকায় এবং নিম্ন মানের সেবা প্রদান করে, প্রকৃতপক্ষে তা বলার অবকাশ নেই কারন আপনি তার সাথে আগেই উপরিক্ত চুক্তি বদ্ধ। উপরিক্ত চুক্তি অনুসারে আপনার স্পিড প্রকৃতপক্ষেই পাবার কথা 62.5 KBps(কিলো বাইট প্রতি সেকেন্ড) । আশা করি বুঝেছেন।
এখন নিচের চার্টটা দেখুন তাহলে একটু ভালভাবে বুঝতে পারবেন
Internet connectivity | Download speed (approx) |
256 kbps | 31.3 KBps |
384 kbps | 46.9 KBps |
512 kbps | 62.5 KBps |
768 kbps | 93.8 KBps |
1 mbps ~ 1000kbps | 122.1 KBps |
আরো ভালভাবে বুঝবার জন্য নিচের চার্ট দেখব এবং অংক করব। খেয়াল করুন নিচের চার্টটিঃ
Conversion Calculator | ||
bit | bit | 0 or 1 |
1byte | B | 8 bits |
1kibibit | Kibit | 1024 bits |
1kilobit | kbit | 1000 bits |
1kibibyte (binary) | KiB | 1024 bytes |
1kilobyte (decimal) | kB | 1000 bytes |
1megabit | Mbit | 1000 kilobits |
1mebibyte (binary) | MiB | 1024 kibibytes |
1megabyte (decimal) | MB | 1000 kilobytes |
1gigabit | Gbit | 1000 megabits |
1gibibyte (binary) | GiB | 1024 mebibytes |
1gigabyte (decimal) | GB | 1000 megabytes |
1terabit | Tbit | 1000 gigabits |
1tebibyte (binary) | TiB | 1024 gibibytes |
1terabyte (decimal) | TB | 1000 gigabytes |
1petabit | Pbit | 1000 terabits |
1pebibyte (binary) | PiB | 1024 tebibytes |
1petabyte (decimal) | PB | 1000 terabytes |
1exabit | Ebit | 1000 petabits |
1exbibyte (binary) | EiB | 1024 pebibytes |
1exabyte (decimal) | EB | 1000 petabytes |

সুত্রঃ
ডাউনলোড KBPS স্পিড = {(Kbps value*1000) /8)} / 1024

নিচে বিস্তারিত লিখছিঃ
ধরুন আপনি 512kbps এর সংযোগ নিয়েছেন,
তাহলে,আমাদের kbps value=512
যেহেতু, 1kb(kilobit)=1000bit সেহেতু, 512kb=512kb*1000bit=512000bit,
আবার,
যেহেতু, 8bit=1byte, সেহেতু, 512000bit=512000bit/8=64000byte,
আবার,
যেহেতু, 1024byte=1kilobyte সেহেতু, 64000byte=64000byte/1024=62.5 KB
অর্থাৎ, 512kbps লাইনে আমরা স্পীড পাব 62.5 KB/s
তাহলে,আমাদের kbps value=512

আবার,

আবার,


বাস্তবিক পক্ষে আমরা কিন্তু একটু বেশিই পাই। ওরা আমাদের মোটেই ঠকাচ্ছে না। হয়তবা, আমরাই একটু কম বুঝি।
সবচাইতে সহজ হবে আপনি আপনার আই এস পির kbps ভেলুর সাথে 0.1220703125 দিয়ে গুন দিন তাহলেই KB/s স্পীড পেয়ে যাবেন। আশা করি বুজতে পেরেছেন।
সবচাইতে সহজ হবে আপনি আপনার আই এস পির kbps ভেলুর সাথে 0.1220703125 দিয়ে গুন দিন তাহলেই KB/s স্পীড পেয়ে যাবেন। আশা করি বুজতে পেরেছেন।
ভাল থাকবেন সবাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন