বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

Computer এ কেউ প্রবেশ করতে পারবে না।(No Softwere)

আপনি ছাড়া আপনার Computer এ কেউ প্রবেশ করতে পারবে না।(কোন  Softwere এর প্রয়োজন নেই।) 


এ জন্য যা যা করা প্রয়োজন তা হলো :-

প্রথমে কী বোর্ডের PrintScreen চাপুন। 
এবার Start থেকে Paint চালু করুন।
এবার
Paint এ Ctrl+V চাপুন।এবং এটা Save করুন।



যে খানে Save করবেন সেখান থেকে    Set as desktop  background       করুন।
এবার desktop এ এসে মাউসের Right বাটন এ View এ যান এবং Show desktop icons তুলে দিন।
আপনি আপনার Computer এ ঢুকতে কী বোর্ডের Windows(কি)+E চাপুন। 
               ==================================
পরে Change করতেঃ   অন্য Image (Set as desktop background) করুন।
desktop এ এসে মাউসের Right বাটন এ View এ যান এবং Show desktop
icons টিক দিন। আপনার Computer আবার পূর্ব‍ের Setting -এ ফিরে যাবে। 
(এটা হলো সহজে আপনার Computer লক করে রাখার পদ্ধতি, যাতে অনাকাংখিতভাবে কেউ আপনার Computer -এ প্রবেশ করতে না পারে।) 


ধন্যবাদ সবাইকে। 












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন